স্বপ্ন

না,আমরা 'মহাপুরুষ' টাইপের কেউ না। অবশ্যই আমরা কেউই মানবীয় কামনা-বাসনার উর্ধ্বে নই।মাদের প্রত্যেকের রয়েছে সুনির্দিষ্ট একটা লক্ষ্য,সুনির্দিষ্ট এটা গন্তব্য। যেখানে পৌঁছানোর নেশায় আমরা সর্বক্ষণ মত্ত হয়ে থাকি। কেউ পৌঁছাতে পারে, আবার কেউ পৌঁছাতে পারে না তার সেই সুনির্দিষ্ট গন্তব্যে। ব্যাক্তিভেদে আবার গন্তব্য ও ভিন্ন ভিন্ন হয়।


কেউ শান্তি পায়-অশ্লীলতার নিষিদ্ধ সাগরে নিজেকে ভাসিয়ে, ধর্মনিরপেক্ষতার স্লোগানের মাধ্যমে শয়তানকে নিজের একচ্ছত্র অভিবাভক বানিয়ে। আবার কেউ শান্তি পায় তার মহান রবের কুদরতি পায়ে (অহংকারে পরিপূর্ণ) মাথাকে নত করে। দুজনের শান্তি পুরোপুরিই একটি অপরটির ব্যাস্তানুপাতিক।

এই পৃথিবীতে কোনো কিছুই শতভাগ খাঁটি নয়, হোক সেটা সুখ কিংবা দুঃখ। যেটা সবচেয়ে ভালো ওটার মধ্যেও আপনি কোনো না কোনো মন্দ বিষয় খুঁজে পাবেনই। অপরদিকে, আখিরাতের সব কিছুই শতভাগ খাঁটি, হোক সেটা সুখ কিংবা দুঃখ।আমরা সবাইতো শতভাগ খাঁটি স্বপ্ন অর্জনে ব্যাস্ত, যা আমাদের জীবনকে করে তুলবে স্বাচ্ছ্যন্দময়, জীবনকে করে তুলবে আনন্দদায়ক। আমরা সবাইতো এমন জীবনই চাই...নাকি?

চলুন, জেনে আসি আমাদের স্বপ্নের সেই স্বাচ্ছ্যন্দময় জীবন গঠনের প্রেশক্রিপশন:


وَالْعَصْرِ

إِنَّ الْإِنسٰنَ لَفِى خُسْرٍ

إِلَّا الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ


"সময়ের কসম। নিশ্চই মানুষ ক্ষতিগ্রস্থ। কিন্তু তারা নয়, যারা ঈমান আনে, সৎকাজ করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়"[১]


দেখুন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তায়ালাই তো দিবেন আমাদের স্বপ্নের সেই স্বাচ্ছ্যন্দময় জীবনের প্রেশক্রিপশন। আল্লাহ তায়ালা বলেন, সময়ের কসম (আল্লাহ যখন কোনো জিনিসের কসম করেন সে জিনিসের গুরুত্ব কি আলদা করে বুঝানোর প্রয়োজন আছে?)। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্থ। কিন্ত তারা নয়, যারা ঈমান আনে, সৎকাজ করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়।

আল্লাহ বলেন, স্বাচ্ছ্যন্দময় জীবনের জন্য আমাকে আপনাকে ৪ টা গুণ অর্জন করতে হবে (ঈমান আনতে হবে, সৎকাজ করতে হবে, পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে ও ধৈর্যের উপদেশ দিতে হবে)। তাহলেই আমরা আমাদের স্বপ্নের শতভাগ খাঁটি সেই স্বাচ্ছ্যন্দময় জীবন লাভ করতে পারব।

তাহলে, চলুন আমরা এই ৪ টা গুণ অর্জনের মাধ্যমে  আমাদের স্বপ্ন (স্বাচ্ছ্যন্দময় জীবন) বাস্তবায়ন করি, আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।

________________________________


[১]সূরা:আছর,আয়াত:(১-৩)

Comments

  1. মাশা-আল্লাহ

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. আলহামদুলিল্লাহ, ভালো ইন্সপাইরেশন।

    ReplyDelete

Post a Comment