দুটি সুযোগ

দুটি সুযোগ প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। এর মধ্যে একটি হলো গুনাহ করার সুযোগ, আর অন্যটি গুনাহর পর তাওবাহ করে ফিরে আসার সুযোগ।

এমন কোনো মানুষের অস্তিত্ব আপনি এই পৃথিবীতে পাবেন না, যারা এই পৃথিবীর মাটিতে হেঁটেছে, পৃথিবীর বাতাসে বুক ভরিয়েছে, এরপর একদিন সব পাঠ চুকিয়ে ওপারে পাড়ি জমিয়েছে—কিন্তু এই সুযোগ দুটির সাথে সাক্ষাৎ করেননি।

সুযোগ সবাই পায়, একজন নেয়, আবার অন্যজনও নেয়; সুযোগের সদ্ব্যবহারও সবাই করে। কিন্তু, একজন সুযোগ পেয়ে নিজের প্রবৃত্তির অনুগত্যে লিপ্ত হয়, আর অন্যজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে।

খেয়াল করলে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো কাজের হিসেব-ই তাৎক্ষণিক নেন না। এর কারণ এই "দুটি সুযোগ"। আর বেছে নেওয়ার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরই ছেড়ে দিয়েছেন। কোন সুযোগটি গ্রহণ করবেন—তা একান্তই আপনার ব্যপার।

তাই, যদি কখনো জীবনের যেকোনো গলিতে হঠাৎ করেই এমন দুটি সুযোগের সাক্ষাৎ পান, তবে একটু ভেবেচিন্তে সিদ্ধান্তে পৌঁছাবেন। কেননা সঠিক সিদ্ধান্তই আপনাকে জীবনের পরবর্তী ধাপে উন্নিত করবে।

Comments

Post a Comment