সফলতা

একটা জিনিস ভেবে দেখেছেন কি, জীবন প্রতিযোগিতায় মানুষ আর শয়তানের মধ্যে কে বেশি এগিয়ে আছে? মানুষ নাকি শয়তান? উত্তর শয়তান। কারণ দেখুন, শয়তানের জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ধোকা দেওয়া এবং আল্লাহ রাব্বুল 'আলামীন এর পথ থেকে সরিয়ে দেওয়া। 


মানুষকে আল্লাহর ইবাদত বিমুখ করা, পাপাচারে লিপ্ত করা, অশ্লীল কাজ করানো, শির্ক-কুফরি করানো ইত্যাদি ইত্যাদি। আর মানুষের জীবনের উদ্দেশ্যে হলো মহান আল্লাহ আযযা ওয়া যাল এর ইবাদত করা, তার দেখানো পথের অনুসরণ করা এবং সকল প্রকার পাপকর্ম থেকে বেঁচে থাকা। 

দেখুন, শয়তান কিন্তু থেমে নেই। সে প্রতিনিয়ত তার জীবনের উদ্দেশ্য পূরণে কাজ করেই চলেছে। সে মানুষকে সফলভাবে ধোকায় ফেলছে। ফলে এই পৃথিবীর অধিকাংশ মানুষই আল্লাহর অবাধ্য। অন্যদিকে,  মানুষের মধ্যে খুব কমসংখ্যকই তাদের জীবনের উদ্দেশ্য হাসিলে কাজ করছে, আল্লাহর ইবাদত করছে, পাপকর্ম থেকে বিরত থাকছে।

আপনি এই লেখাটি পড়ার পর যদি আপনার মনে আপনার চিরশত্রু শয়তানের বিরুদ্ধে ক্ষোভ জেগে না ওঠে, তবে আপনার জন্য আমার দুআ রইলো। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক, আমিন। আর যদি আপনি এই লেখাটি পড়ে শয়তানকে এই প্রতিযোগিতায় হারানোর জন্য আদা জল খেয়ে নামার নিয়ত করে ফেলেন, তবে আপনার জন্যও আমার দুআ রইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল করুক, আমিন। 

আমাদের সবারই এই কথাটা মাথায় রাখতে হবে। জীবন প্রতিযোগিতায় যেভাবেই হোক আমাদের সফল হতে হবে। একটা কথা বলে রাখাই শ্রেয়, এই প্রতিযোগিতায় অধিকাংশ মানুষের হেরে যাওয়া আর অধিকাংশ শয়তান জিতে যাওয়ার মানেই কিন্তু আপনার হেরে যাওয়া নয়। আপনাকে এই প্রতিযোগিতায় ইন্ডিভিজুয়ালি এগিয়ে যেতে হবে। যদি গোটা বিশ্বের সকল মানুষও হেরে যায়, আপনি একজন হলেও চেষ্টা চালিয়ে যাবেন। বিশ্বাস করুন, সব শয়তান মিলেও যদি পৃথিবীর ৯৯.৯৯৯৯% মানুষকে পথভ্রষ্ট করে ফেলে, তাতে তার ততটা অর্জন নেই যতটা আপনি এই মোট জনগোষ্ঠীর ০.০০০১% হয়ে শয়তানের বিরুদ্ধে জয় লাভ করলে আছে! সুতরাং, be an one man army against shaitaan. 

মনে রাখবেন, শয়তান একজন চালাক চোর এর ন্যায়। সে কখনও খালি ঘরে (মূল্যবান আসবাবপত্রহীন) চুরি করে না। সে মূল্যবান জিনিসপত্র রাখা ঘরেই চুরি করে। এখন আপনার যদি মনে হয় আপনি বার বার শয়তানের ফাঁদে পা বাড়াচ্ছেন, তবে বুঝে নিন নিশ্চই আপনার মধ্যে এমন কিছু আছে যা উম্মাহর অনেক বড় উপকারের আর শয়তান তা চুরি করতে চায়। সুতরাং, জীবনের আসল উদ্দেশ্য বুঝুন। শয়তানকে হারানোর জন্য প্রস্তুতি নিন। নিশ্চয়ই বিশ্বাসীরা সফল হয়েছে।

Comments

Post a Comment