হোক যাত্রা আলোর পথে
আজকে আমার মাগরিব আর এশার নামাজও পড়া হয়নি। কেনো জানি কয়েকদিন ধরে নামাজেও বেখেয়াল হয়ে যাচ্ছি। ইদানিং বেগানা মেয়েদের সাথেও কথা বার্তা বাড়িয়ে দিয়েছি। অধিকাংশ পাপের দিকেই ঝুঁকে পড়ছি বলা যায়।
হটাৎ খুবই জোরে বিদ্যুৎ চমকানোর শব্দ পেলাম, হেডফোন কানে থাকা সত্বেও। আওয়াজ শোনার পর থেকেই মনের মধ্যে কেমন সব যেনো ভয়ংকর চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। যেনো মনে হচ্ছে এই আওয়াজ টা আমাকে উদ্দেশ্য করেই। এমন তো আগে কখনোই হয়নি। মনে হচ্ছে অন্ধকার এক জায়গায় আমাকে আটকে রাখা হয়েছে চার পাশে কত সাপ কিলবিল করছে, লোমহর্ষক যত চিল্লানোর আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় আমাকে আগুনে পোড়ানো হবে, আমাকে সাহায্য করার কেউ নেই কেউ না। কি হচ্ছে এইসব! আমি যেনো আমার থেকেই দূরে সরে যাচ্ছি।
ক্ষনিকেই ভ্রম ভাঙলো! মনে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে আমি হারিয়ে ফেলেছি কিছু একটা। মোবাইল তাড়াতাড়ি রেখে দিলাম, হেডফোন খুলে ফেললাম। মোবাইলের সকল হিস্টোরি ডিলিট করে দিলাম। কিন্তু আমার রবের নিকট আমার হিস্টরি জমা আছে । আমাকে আমার আল্লাহ্ ডাকছে পাপগুলো মুছে ফেলার জন্যে, ডাকছে আমাকে তার কাছে প্রত্যাবর্তনের জন্যে, তার রাসূলের ভালোবাসায় মগ্ন হওয়ার জন্যে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। আমার রব যে আমাকে ভালোবাসে, যে ভালোবাসার কোনো সীমা নেই, তিনি কখনোই চাইবেন না আমার ক্ষতি হক। এটাই হয়তো আমার আল্লাহর পক্ষ হতে এই পাপির নিকট প্রত্যাবর্তনের ডাক। যাত্রা শুরু হোক আমার মহান রবের নিকট। পথটা একটু কাটাময় হবে তবে যেতেই হবে। সেই শয়তানের প্ররোচনায় আর পথভ্রষ্ট হবোনা ইন শা আল্লাহু তায়ালা...
Masha Allah
ReplyDelete