আশা

সালেহ🍁
এই ছেলের কথা মনে আছে?

সাত বছরের ফিলিস্তিনি শিশু "সালেহ" ইজ্রায়েলি ক্ষেপণাস্ত্রগুলো থেকে ছোড়া কামানের আঘাতে পা হারিয়েছিল, এবং যখন তাকে এ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তখন এটাই তার প্রতিক্রিয়া ... "আমার পা আমার আগে জান্নাতে গিয়েছে"। সে পা হারিয়েছে তবে জীবনের আশা হারায় নি এবং তার সুন্দর হাসি তার ঈমান-আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসের ই প্রতিফলন।

খালিদা🍂

জানেন এই বৃদ্ধা কে?

পূর্ব তুর্কিস্তানের ইলি কাযাক অঞ্চলে কোন এক গ্রামে তার জন্ম। দুই বছর বয়সের মাকে হারায়। বাবাকে দেখে নি কোনো দিন। ৫ বছর বয়সে অবাঞ্চিত অতিথি হয়ে ছাড়তে হয় মামার বাড়ি।

২১ বছর বয়সে খুজে পায় ভালোবাসা। দাম্পত্য জীবনে ৮ বার গর্ভ ধারণ করেন তিনি। দুঃখের বিষয় তার ৫ সন্তানই অল্প বয়সে মারা যায়। বাকি সন্তানেরা যখন বড় হয়ে বিয়ে-শাদী করে সুখের দিন মাত্র দেখা শুরু করেছিল তখনই দুঃখের কালো মেঘ গ্রাশ করে তাদেরকে।২০১৮ সালে তার তিন ছেলে ছেলের বউ ও নাতিনাতকুরসহ মোট ২০ জনকে কন্সেন্ট্রেশন ক্যাম্পে রি এডুকেশনের নামে তুলে নিয়ে যায় চীনি প্রশাসন। তাদের আর কোনো খোজ পাওয়া যায় নি। আশায় বাঁচে বুড়ি, একদিন তারা ফিরবে। কিন্তু বৃদ্ধার শূন্য ঘর শূন্যই রয়ে গেল। বৃদ্ধা স্বজন হারানোর ব্যথা আর আর্দ্রতা বুকে নিয়ে ফুটপাতের এক কোণে বসে সবজি বিক্রি করে। 

শসা, টমেটো, গাজর, লেটুস...

এমন লক্ষ লক্ষ খালিদা ছড়িয়ে-ছিটিয়ে আছে পূর্ব তুর্কিস্তান জুড়ে—গুম, খুন, কনসেন্ট্রেশন ক্যাম্প, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ যাদের নিত্য সঙ্গী। [১]

দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া মিথ্যা আখিরাত সত্য। জীবন যুদ্ধ থেকে কেবল এই বিশ্বাসই বিজয় ছিনিয়ে আনতে পারে। হতে পারে মাথা ঢাকার ছাদ নেই, পেট ভরার ভাত নেই, উপার্জনের একমাত্র উৎসটাও নেই, প্রিয়জনকে হারিয়ে জীবনের স্বাদ হারিয়ে ফেলেছি, এমন রোগ জীবনকে গ্রাস করে ফেলেছে যার থেকে পরিত্রাণ নেই। এক কথায় মন জ্বলে পুড়ে একমুষ্ঠি ছাইয়ে পরিণত হয়েছে।কিন্তু অন্তরে আমার বিশ্বাস ওই ছাইয়ে স্তুপে সবুজ এক চারা গাছের মত। আমার বিশ্বাস আখিরাতে। আমার বিশ্বাস আল্লাহর করা ওয়াদায়। আল্লাহ ওই জান্নাত আমার জন্য বানিয়েছেন আর আমি ওই জান্নাতে যাবোই। ইন শা আল্লাহ। রিমাইন্ডার [{সূরাঃ০২ আয়াতঃ১৫৫} ও {সূরাঃ২৯ আয়াতঃ০২} ] ।

____________

[১] ২০১৯ সালের মে মাসে লেখক বেন মাউককে দেয়া খালিদা আখিতাকানকিযির সাক্ষাৎকারের সারসংক্ষেপ। 

Weather Reports: Voices From Xinjiang, Untold Stories From China's Gulag State, Ben Mauk. The Believer, Issue One Hundred Twenty-Seven, October/November 2019 - https://tinyurl.com/yxszsrkcAtajurt Kazakh Human Rights, কাযাখস্তানের একটি স্বেচ্ছাসেবী মানবাধিকার সংস্থা। ফেইসবুক

Corgo - https://www.facebook.com/kazakhrights/

2021/7/18 09:01

Comments

Post a Comment