Skip to main content

Posts

Featured

ছোট গল্প

গত তিন দিন যাবত প্রতিনিয়ত বোম্বিং চলছে। আজ শুক্রবার মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। অন্যান্য শুক্রবার মসজিদগুলো লোকারণ্যে পরিণত হতো। এ শুক্রবার একটু অন্যরকম। মুয়াজ্জিন অন্তর ঠান্ডা হয়ে যাওয়া সুরে সবাইকে আহ্বান জানায় নি- "নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো"। আর্মড ক্যারিয়ারের ইঞ্জিনের গম্ভীর শব্দে থুম মেরে আছে চারপাশ। মাঝে মাঝে অজানা কোন এক জায়গা হতে বেশি আসে আর্তনাদ আর আকুতি। গত মাসে বোম্বিং এ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সালেহদের দোতালা বাড়িটা। এর আগে ওদের পরিবারের সকলে রিফিউজি ক্যাম্পে চলে যায়। সালেহের দুই বোন যখন খুব ছোট তখন ওদের বাবা মারা যায়। তার মা, ছোট দুই বোন - ফারাহ ও রেবেকাকে নিয়ে ছোট্ট এক তাঁবুতে থাকছে তারা। জানুয়ারি মাস চলছে। প্রচন্ড শীত। লেকগুলো জমে বরফে পরিণত হয়েছে।কনকনে ঠান্ডা বাতাস তাবুর নিচ দিয়ে শো শো করে ধুকছে। গা ধাকার চাদর পর্যন্ত নেই ওদের কাছে। কারণ বাড়ি ছাড়ার সময় শুধু মাত্র পড়নের কাপড় পড়ে বেরিয়ে ছিল তারা। বিশুদ্ধ পানি, পর্যাপ্ত খাবার, পয় নিষ্কাশন কোনো কিছুরই ভালো ব্যবস্থা নেই। তবুও হেরে যায় নি তারা। শীতকাল পেরিয়ে গৃষ্মকাল এল। অবস্থা তেমন কোন উন্নত...

Latest Posts

হোক যাত্রা আলোর পথে

আশা

দুটি সুযোগ

স্বপ্ন

সফলতা

নামধারী না প্রকৃত মুসলিম???